Requirements
- ইন্টারনেট কানেকশন
- সিপিইউঃ ইন্টেল কোর আই ৩/৫ অথবা এএমডি এ৮/এ১০ এপিইউ অথবা এএমডি রাইজেন ৩
- র্যামঃ সর্বনিম্ন ৪ জিবি
- এসএসডিঃ সর্বনিম্ন ১২৮ জিবি
- হার্ডডিস্কঃ সর্বনিম্ন ৫০০ জিবি
Features
- কোডিং ছাড়া ওয়েব ডিজাইন পদ্ধতি
- কোর্স রোড ম্যাপ
- কোর্স কুইজ
- প্রাকটিক্যাল ৪টা প্রজেক্ট করা
- স্পেশাল শর্ট কার্ট টিপস এবং টেকনিক্স
- ফ্রিল্যান্সিং এবং প্রফেশনাল চাকরীর সুযোগ
Target audiences
- সর্বনিম্ন এসএসসি থেকে উর্ধে যে কোন লার্নার
- জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রী
- নন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী
- ওয়েব ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং এ আগ্রহী
- ওয়েব ডিজাইন শিখে প্রফেশনাল চাকরী করতে আগ্রহী
- কোডিং ছাড়া ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী
আপনি ক্লাস সেভেন এ পড়েও এসব শিখতে পারেন।তবে এসব শেখার জন্য বেসিক কম্পিউটার,বেসিক কিছু ইংরেজি জানা থাকা ভাল। এজন্য আমি বলবো এসএসসি পাশ থাকা ভাল।কারন এসএসসি পাশ মানে তার শিক্ষাগ্রহনের একটা বেসিক থাকে।তবে আপনি শুধু লিখতে পড়তে জানলেও এসব শিখতে পারবেন।
প্রথমত বলতে গেলে, টমাস আলভা এডিসন বলেছেন - “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি” যা আমরা ছোট বেলা থেকে বড়দের কাছ থেকে শুনে এসেছি। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার ফলাফল ততই ভালো হবে। তবে এখানেও কিছু কথা আছে , অনেকে একটা বিষয় বুঝতে ১ঘন্টা সময় নেয় আবার সেই একই বিষয় বুঝতে অনেক এর ১দিন লেগে যায়। এটা মুখস্ত করার কোনো বিষয় নয়। তাই আপনি কোনো বিষয় বুঝতে কতটা সময় নেন তা আপনি ভালো জানেন তাই কতটা পরিশ্রম করতে হবে সেটা আপনার নিজেকে খুঁজে বের করতে হবে।
তবে কিছু বিষয় সম্পর্কে বলা যায় - তাহলো আপনাকে ধর্য্য নিয়ে শিখতে হবে , প্রতিদিন পুরোনো বিষয় গুলো কে রিভিউ করতে হবে, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দিন। একদিনে অনেক বেশি চাপ নিবেন না । অনেক সময় বোরিং লাগে তিক্ততা কাজ করে সে সময় কাজ করবেন না। ২-১ দিন ব্রেক নিন তারপর আবার শুরুকরুন। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন।
আমরা যেহেতু একদম শূন্য থেকে শেখাচ্ছি। তাই আপনাকে আগে থেকে তেমন কিছু জানা লাগবে না। তবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে এই তিনটা কাজ করে ফেলতে পারেন।
ভিডিও দেখে দেখে জিনিসগুলো মাথায় ঢুকানোর জন্য একটুখানি ব্রেনের খালি জায়গা রাখতে হবে। কোর্স এ জয়েন করলেই অটো ওয়েব ডিজাইনার হয়ে যাবেন না। হার্ডওয়ার্ক করার, লেগে থাকার মেন্টালিটি থাকতে হবে। কোথাও আটকে গেলে হেল্প চাওয়ার মেন্টালিটি এবং লেগে থাকার ইচ্ছা রাখতে হবে।
প্রথমত লাগবে ডেডিকেটেড সময়। প্রতিদিন মাস্ট ৬-৮ ঘন্টা। সম্ভব হলে ৮-১০ঘন্টা( সময় না দিতে পারলে। হার্ডওয়ার্ক করার ইচ্ছা না থাকলে কোর্সে এনরোল করে কোন লাভ হবে না) দ্বিতীয়ত লাগবে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার আর তৃতীয়ত লাগবে মিনিমাম ২-১০ এমবিপিএস এর ইন্টারনেট। ব্রডব্যান্ড হলেই ভালো যাতে কোর্সের ভিডিও ভালোভাবে দেখা যায়। প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে মিনিমাম ৩ মাস সিরিয়াস হার্ডওয়ার্ক এর কথা মাথায় রেখে নামতে হবে।
একটা জিনিস ভালো করে খেয়াল করেন। আমরা কিন্তু চাকরির গ্যারান্টি দিচ্ছি না। বিভিন্ন কোম্পানিতে আপনার সিভি/রেজুমি ফরওয়ার্ড করবেন। সেই কোম্পানি আপনাকে ইন্টারভিউতে ডাকবে কি ডাকবে না সেটা তাদের সিদ্ধান্ত। আবার ইন্টারভিউতে ডাকলে আপনাকে চাকরি দিবে কি দিবে না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের দিক থেকে আমরা এইটুকু কমিট করছি, আপনি লেগে থাকলে আমরা আপনাকে হেল্প করবো, গাইড করবো। আমাদের কানেকশনগুলোতে আপনার সিভি ফরওয়ার্ড করবো।
প্রথমেই বলি পড়াশোনার সমস্যা হবে কিনা এটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবেনা। সবার জন্যই ২৪ ঘণ্টায় ১ দিন। এখন সিলেবাস এক হলেও পড়াশোনার ব্যপারটা সবার জন্য এক না।
অনেকের ব্যসিক অনেক স্ট্রং থাকে তাই সে অল্প সময়ে বিষয়গুলো বুঝে ফেলে এবং মনে রাখতে পারে তাই তার বেশিক্ষণ ধরে পড়তে হয়না। অনেকের ফটোগ্রাফিক মেমরি থাকে, দেখলেই তার মনে থাকে অনেক কিছু। আরেক ধরনের মানুষ আছে যারা সব কিছু বাস্তব জীবনের সাথে রিলেট করে মনে রাখে। আপনিই ভালো জানেন আপনি কোন ধরনের।
এবার আসি ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট শেখা কতটুকু যুক্তিযুক্ত। ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট একটা স্কিল এবং পেশা। আপনি যা কিছুই শিখবেন তাই আপনার জন্য ভালো, নতুন অনেক কিছু জানতে পারবেন। এখানে খারাপের কিছু নেই। তবে বেশি ভালো হবে পরবর্তীতে আপনি যে পেশায় নিযুক্ত হতে চান সেই সম্পর্কিত জ্ঞান অর্জন করা। আপনার ইচ্ছা যদি ওয়েব নিয়ে হয় তাহলে একাদশ দ্বাদশ শ্রেণী থেকেই শেখা শুরু করতে পারেন।
অনেকে হয়তো আপনাকে বলবে না এখন কিছুই করার দরকার নেই। শুধুই একাডেমিক পড়াশোনা করা উচিত। আমি বলবো একাডেমিক পড়াশোনা আপনি অন্য কিছু না করেও যতোটুকু করতেন, অন্য কিছু করলেও ঠিক ততটুকুই করবেন, বাকি সময় অযথাই সোশ্যাল মিডিয়া বা আড্ডা মেরে কাটাবেন। এর চেয়ে ভালো আপনি স্কিল ডেভলপ করুন।
দেখুন, সিঙ্গেল লাইন কোড না জেনেই ওয়েবসাইট তৈরি করতে পারার জন্যই ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোনো প্রকারের কোডিং ছাড়া যেকোনো টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন। কেনোনা ওয়ার্ডপ্রেস অনেক শক্তিশালী একটি CMS, এটা প্লাগইন সাপোর্ট করে যেটা অনেকটা আপনার ফোনের অ্যাপের মতো। আপনার ফোনে যদি মিউজিক প্লে না হয় কি করবেন? প্লে স্টোরে গিয়ে আরেকটা প্লেয়ার ডাউনলোড করবেন, তাই না? ওয়ার্ডপ্রেস সাইটে যেকোনো কাজের ফাংশন যুক্ত করার জন্য প্লাগইন রয়েছে, জাস্ট ইন্সটল করলেই সে ফাংশন আপনার সাইটে যুক্ত হয়ে যাবে।
আপনার সাইট দেখতে কেমন হবে সেটা হ্যান্ডল করে ওয়ার্ডপ্রেস থিম। আপনি হাজারো পেইড ও ফ্রী থিম অনলাইন থেকে পেয়ে যাবেন সেগুলোকে সহজেই কাস্টমাইজেশন ও করতে পারবেন, কেনোনা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফাংশনের সাথেই আসে।
তো বেসিক কোন কিছুর জন্য অবশ্যই কোডিং লাগবে না, মানে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে না। কিন্তু আপনি যদি এই ওয়ার্ডপ্রেস নিয়ে নেক্সট লেভেলের কাজ করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ডেভেলপমেন্ট না জানলেও বেসিক গুলো জেনে রাখবেন, এতে অনেক কাজে উদ্ধার হতে পারবেন নিজে থেকেই। বেসিক সিএসএস/জাভাস্ক্রিপ্ট/এইচটিএমএল জানা জরুরী যদি আপনি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা নিয়েই কাজ করতে চান।
অবশ্যই ওয়েব ডিজাইন। আসেন কি সমস্যায় পড়তে পারেন ওয়েব ডিজাইন আগে না শিখলে। ধরেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইনের বর্ণনা দিলেন। তো আপনি তো ডিজাইন পারেন না। সেজন্য আপনাকে অন্য একজনের মুখাপেক্ষী হতে হবে। ক্লায়েন্ট ডিজাইন দেখার পর ব্যাসিক কিছু পরিবর্তন চাইতে পারে। তখন কি করবেন? সেজন্য সবার আগে প্রয়োজন ওয়েব ডিজাইন শেখা।
আগামী ৫ বছরে আমার আপনার সাথে কি ঘটবে সেটা কারোর বলার ক্ষমতা নেই। তবে যেহেতু পৃথিবীর মোট ওয়েবসাইটের ৩৭% ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তাই এর চাহিদা থাকবে বলে আপনাকে আশা দিতে পারি। আপনার জন্য শুভকামনা।